ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ঢাকা: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী দশ বছরে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। এ বছরের জন্য ১৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।

এ সহায়তা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহার হবে।

তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশ বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাবে।
 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও যুব সমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু খাতে জার্মানির অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানি সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে কারিগরি সহায়তা দেবে।

বৈঠকে নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।