ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া আক্তার নামে (৭) এক শিশু কন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে উঠেছে সৎ মা ইশা বেগমের (২৮) বিরুদ্ধে।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রাম থেকে অভিযুক্ত ইশা বেগমকে আটক করেছে পুলিশ।

রাফিয়া আক্তার কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গোসল করার কথা বলে রাফিয়াকে সৎ মা ইশা বাড়ির পাশের পুকুরে নিয়ে যান। গোসল করানোর সময় রাফিয়াকে দুই পায়ের মাঝে রেখে পুকুরের পানিতে ডুবিয়ে ধরে থাকেন ইশা। এ সময় পুকুর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটিকে হত্যার অভিযোগে শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী সৎ মাসহ বাড়িটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ সৎ মা ইশা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা ইশা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।