ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের সাবেক মেয়র সেলিম একদিনের রিমাণ্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
হবিগঞ্জের সাবেক মেয়র সেলিম একদিনের রিমাণ্ডে

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল কাদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর আতাউর রহমান সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। সোমবার তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে উপস্থিত করে রিমান্ড শুনানি হয়। এ সময় বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন সাবেক মেয়র সেলিমের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বাংলানিউজকে জানান, আদালতের আদেশের কাগজপত্র থানায় এলে আতাউর রহমান সেলিমকে জেলা কারাগার থেকে সদর মডেল থানায় আনা হবে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০২ ও ০৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও রিপন শীল নামে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান আসামি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ ও ৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। রাতেই তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় আনার পরদিন আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।