ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

কুমিল্লা: ভারতে পালানোর সময় কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলামকে (৪৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

এর আগে রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতার মোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক জহিরুল ইসলাম কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই।

বিজিবি অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান, রোববার রাত সাড়ে ১০টায় সীমান্তের কাছে সুতারমোড়া এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। আটকের পর বিজিবি জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগ নেতা জহিরুল। এছাড়াও আন্দোলনে ধর্মপুর এলাকায় অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেস ও বাসা থেকে আন্দোলনে যেতে চাইলে বলপ্রয়োগ করতেন তিনি। ছাত্ররা বের হলেও উল্টো আন্দোলন দমনের কাজে নিয়ে যেতেন। তার বিরুদ্ধে ধর্মপুর রেলগেট এলাকায় জায়গা দখল ও এলাকায় অস্ত্রের মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করলে কোটবাড়ি মোড়ে একদল সশস্ত্র লোক তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। যার নেতৃত্বে ছিলেন জহিরুল।

কোতোয়ালি সূত্রে জানা গেছে, জহিরুলের নামে বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।