ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বার্নিকাটের গাড়িবহরে হামলা: পলাতক আসামি সিয়াম গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বার্নিকাটের গাড়িবহরে হামলা: পলাতক আসামি সিয়াম গ্রেপ্তার

ঢাকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।  

তিনি আরও জানান, সিয়াম ২০১৮ সালে সেই সময়ের মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি। সিয়াম হাসান এ মামলা ছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে ঘটানো হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।