ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট মাহুত নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট মাহুত নজরুল

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) মারা গেছেন।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জবের শেখের ছেলে।

জানা গেছে, হাতিটি মাহুত নজরুল ইসলামকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইতোমধ্যে গাজীপুর থেকে রওনা হয়েছেন। বর্তমানে হাতিটি নিয়ন্ত্রণ করছে নিহত মাহুতদের সহকারী। হাতিটি পাগল হয়ে গেছে কি না ওই প্রশিক্ষিত টিম আসার পর বুঝা যাবে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।