ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেপি শর্মা-ড. ইউনূস বৈঠক, বাণিজ্য সম্পর্ক বাড়াবে বাংলাদেশ ও নেপাল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
কেপি শর্মা-ড. ইউনূস বৈঠক, বাণিজ্য সম্পর্ক বাড়াবে বাংলাদেশ ও নেপাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

ঢাকা: নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নেপালকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক হয়।



বৈঠকে তারা জ্বালানি সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, দুই প্রতিবেশী দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলাপ করেন।
ড. ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ। আগামী মাসে বাংলাদেশ নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশটি আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে।

বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হবে। এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এসডিজিবিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।