ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুলাই বিপ্লবে নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান চাইলেন হাসনাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
জুলাই বিপ্লবে নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান চাইলেন হাসনাত হাসনাত আব্দুল্লাহ (সংগৃহীত ছবি)

ঢাকা: জুলাই বিপ্লবে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে নারীদের ওপর হামলাকারীদের সন্ধান চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।  

নারীদের ওপর হামলাকারীদের ছবি বা ঘটনা শুক্র ও শনিবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) এই দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে হ্যাশট্যাগ দিয়ে হাসনাত লিখেছেন, ‘শুক্র ও শনি দুদিন, নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন।

কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা/ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।