ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে লরির ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
পার্বতীপুরে লরির ধাক্কায় বৃদ্ধ নিহত প্রতীকী ছবি

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে লরির ধাক্কায় মহির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহির উদ্দিন পার্বতীপুর উপজেলার মনমথপুর (হাজী পাড়ার) চরকডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহির উদ্দিন সবজি বিক্রি করতেন। তিনি ছিলেন তার পরিবারের তিনি একমাত্র উপার্জনকারী। পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে ভবের বাজারে গেলে লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পার্বতীপুর থানা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, তেলের লরির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তেলের লরি আটক করা হয়েছে তবে চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।