ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে পূর্বঘোষণা দিয়ে মাজারে হামলা-আগুন

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সাভারে পূর্বঘোষণা দিয়ে মাজারে হামলা-আগুন

সাভার: পূর্ব ঘোষণা দিয়ে সাভারের বনগ্রাম ইউনিয়নে একটি মাজারে হামলাসহ আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বনগ্রাম ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মওলানা কাজী আফসার উদ্দিন বাবার মাজার শরীফে এ ঘটনা ঘটে।

এ ঘটনার দুই দিন আগে মাজারটিতে হামলার ঘোষণা দেওয়া হয়। রিপোর্টটি লেখা পর্যন্ত মাজারে হামলা চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুফি আত্মপ্রকাশ নামের একটি পেইজ থেকে লাইভে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চাইতে শোনা গেছে মাজারের লোকজনকে। এছাড়া বাড়িটির চারপাশ থেকে বিভিন্নভাবে আক্রমণের জন্য ইট-পাটকেল ছোড়াসহ আগুন দেওয়ারও চিত্র দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, পুলিশের ফোর্স ইতোমধ্যে সেখানে গিয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারাও যাচ্ছে। বিষয়টি দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।