ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত আহাদের মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত আহাদের মরদেহ উত্তোলন

মাগুরা: মাগুরার মহম্মদপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল আহাদ বিশ্বাসের (১৭) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।  

অন্যদিকে শহীদ সুমন শেখের (১৬) মরদেহ উত্তোলন করতে গেলে তার পরিবার অসম্মতি জানায়।

ফলে কবর থেকে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেট ও পুলিশ।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।  

আহাদ সদরের আমিনুর রহমান কলেজের একাদশ ও আদর্শ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।  

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মহম্মদপুর থানা ভবনের অদূরে গুলিতে তাদের মৃত্যু হয়। এসময় আহত হয় বেশ কয়েকজন।

সরেজমিনে গিয়ে পুলিশ জানায়, গত ৪ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মহম্মদপুর উপজেলা সদরে দুইজন ছাত্র নিহত হয়। নিহতের মধ্যে আব্দুল আহাদ বিশ্বাসের বাড়ি উপজেলা সদরের ব্যাপারীপাড়া ও সুমন শেখের বাড়ি উপজেলার বালিদিয়া এলাকায়।  

এঘটনায় শহীদ আব্দুল আহাদের বাবা মো. ইউনুছ শেখ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি দিয়ে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

অন্যদিকে শহীদ সুমন শেখের বাবা মো. কানু শেখ বাদী হয়ে ১৩০ জনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এসব মামলায় অভিযুক্ত অধিকাংশরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।  

মামলার এজাহারে উল্লেখ রয়েছে দুই ছাত্র গুলিতে নিহত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফন করা হয়েছিল।  

পুলিশ আরও জানায়, আজ দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আব্দুল আহাদের মরদেহ সদরের পূর্ব নারায়ণপুর গোরস্তান থেকে উত্তোলন করে মাগুরার মর্গে নেওয়া হয়েছে। সুমন শেখের মরদেহ উপজেলার বালিদিয়া গোরস্তান থেকে উত্তোলন করতে গেলে তার বাবা মো: কানু শেখ অসম্মতি জানান। এতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা মরদেহ উত্তোলন না করেই ফিরে যান।  

সুমনের বাবা মো. কানু শেখ বলেন, আমার ছেলে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত হয়েছে। আমি তার মরদেহ কবর থেকে তুলতে চাই না। এতে আমার ছেলের মরদেহের অমর্যাদা হবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মণ্ডল জানান, হত্যা মামলার ঘটনায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হচ্ছে। একটি মরদেহ উত্তোলন করা হয়েছে।

বাংলাদেশ সময়:১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।