ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় টানা ১৪ ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
আশুলিয়ায় টানা ১৪ ঘণ্টা অবরোধের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

সাভার: ঢাকার আশুলিয়ায় সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের দাবিতে ১৪ ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। এতে করে সড়কটির উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

দিনভর চরম দুর্ভোগে পড়েন সড়কে চলাচলরত পথচারীসহ যাত্রীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক ছেড়ে অন্যত্র চলে গেছেন শ্রমিকরা। ফলে মহাসড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাসংলগ্ন বাইপাইল এলাকায় এই অবরোধ করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বলিভদ্রবাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।  

শ্রমিকরা জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের আশ্বাস না পেয়ে শ্রমিকরা রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন।  

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সব কারখানা লে-অফ ঘোষণা করা হয়। শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। তবে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হলেও আজ তা পরিশোধ করেনি মালিকপক্ষ। উল্টো তিন মাসের সময় চেয়ে নোটিশ প্রদান করে। এ খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, সকালে শ্রমিকরা নানা দাবিতে সড়কটি অবরোধ করে রাখেন।  

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।