ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, গোয়াকারা গ্রামের হাজী রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০) ও হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ জানান, ফরাজ ও জমশেদ বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ জানান, দুর্ঘটনার পর থেকে গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। মেরামত শেষে সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।