ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে মাদকসহ গুলি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
মিরপুরে মাদকসহ গুলি উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি ওয়্যারলেস সেটসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৬ অক্টোবর) রাতে সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স এর শেড নং -১১, আড়ৎ নং ৯৭-৯৮ এর সামনে পাকা রাস্তার উপর একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি ওয়্যারলেস সেট, ১টি সিসি ক্যামেরা, ১টি ল্যাপটপ চার্জার, ১টি ছুরি, ১১ পুরিয়া গাঁজা ও ৩টি ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।