ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন: মেঘনায় দুটি বাল্কহেডসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
অবৈধভাবে বালু উত্তোলন: মেঘনায় দুটি বাল্কহেডসহ আটক ৯ অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ আটক নয় দুর্বৃত্ত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ নয় দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা মতলব উত্তর উপজেলার দশআনি সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ নয় দুর্বৃত্তকে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড ও আটক দুর্বৃত্তদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর নৌথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।