ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ৪ ঘণ্টা পর সাগরে মিলল স্কুলছাত্রের মরদেহ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
সাড়ে ৪ ঘণ্টা পর সাগরে মিলল স্কুলছাত্রের মরদেহ   মোহাম্মদ আসমাইন

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর স্কুলছাত্র মোহাম্মদ আসমাইনের (১৩) মরদেহ উদ্ধার হয়েছে।  

সোমবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার সৈকত পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ আসমাইন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে এবং কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ছয় বন্ধু মিলে সাগরে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন। এ সময় দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।  

এসপি মো. মাসুদুল ইসলাম বলেন, স্কুলছাত্র নিখোঁজ হওয়া পর থেকে সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে সৈকতে সমিতিপাড়া পয়েন্ট সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্কুলছাত্রের মরদেহ নিজের বাড়িতে রয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।