ঢাকা: জুলাই গণহত্যা ও আবু সাঈদসহ শহীদদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাটের সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এ আবেদন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলাম।
গত ৫ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি সরকারের ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। তার আগে তিনি ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং জুলাই-আগস্ট গণহত্যা সম্পর্কেও কটূক্তি করেন।
তার এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এ ঘটনায় গত ৬ অক্টোবর উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
কেআই/এইচএ/