ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নগদ অর্থ বিতরণ সেনাবাহিনীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নগদ অর্থ বিতরণ সেনাবাহিনীর

বান্দরবান: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে জেলা সদরের আটটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনের হলরুমে বান্দরবান রিজিয়ন এবং বান্দরবান জোনের আয়োজনে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান (পিএসসি)।

এসময় সেনা জোনের ক্যাপ্টেন মো. আব্দুল মান্নান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধাসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২০টি পরিবারের প্রত্যেককে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য চাল, দুধ, সয়াবিন তেল, ডাল, চিনিসহ মোট ১৭ রকমের সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি জানান, প্রতিবারের মত এবারও যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভেতরেই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবানের যে উদহারণ রয়েছে সেটি যাতে অক্ষুণ্ন থাকে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং দেশের কল্যাণে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।