ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ধানক্ষেতে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
পলাশবাড়ীতে ধানক্ষেতে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে আলিবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১১ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিবুদ্দিন জেলা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধানের ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসার পর তার পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের আঘাতের চিহ্ন দেখা যায়নি। মর্গে প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।