ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অ্যাপে রিচার্জ করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস কার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
অ্যাপে রিচার্জ করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস কার্ড

ঢাকা: মোবাইলে অ্যাপে ঘরে বসেই ঢাকা মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড রিচার্জ করা যাবে।  শিগগির যাত্রীরা এ সুবিধা পাবেন।

সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

তিনি বলেন, অ্যাপে কার্ডহোল্ডার যাত্রীরা সহজেই ঘরে বসে নিজ নিজ কার্ড রিচার্জ করার সুবিধা পাবেন। দ্রুতই চুক্তি হবে, বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। আশাকরি, শিগগির ভালো সংবাদ দিতে পারবো।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন ফের চালু হতে যাচ্ছে। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
ইইউডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।