ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সাতক্ষীরায় সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ৪

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ জামাল ও হাসানকে আটক করে। এছাড়া, পৃথক এক অভিযানে লক্ষিদাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আলিমুর ও মিজানকে আটক করা হয়। পরে আটকদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মো. জামাল বাদশা ও হাসান আলীকে ৭৩ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।