ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে স্বামীর সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
নাটোরে স্বামীর সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

নাটোর: স্বামীর সন্ধানে এসে নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূ (২৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনায় ওই ভুক্তভোগী গৃহবধূ লালপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, তিনি ও শান্ত দুজনেই সৌদি আরবে ছিলেন। সেখানেই আট মাস আগে তাদের বিয়ে হয়। পাঁচ/ছয় মাস আগে শান্ত সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল না। এরই মধ্যে ওই গৃহবধূও দেশে ফিরে আসেন।  

তিনি আরও জানান, সৌদি আরব থাকাকালীন তিনি জেনেছিলেন শান্তর বাড়ি নাটোর জেলার লালপুরে। দেশে ফিরে আসার পরে গত মঙ্গলবার স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন ওই গৃহবধূ। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহনী মোড়ে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ান। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক তার আরও তিন বন্ধুকে নিয়ে ভ্যানে করে তাকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান।  

পরে দিনগত রাত ৮টার দিকে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। এসময় তারা ওই গৃহবধূর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, অসুস্থ অবস্থায় গতকাল বুধবার দুপুরে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বিকেলে তিনি স্ব-ইচ্ছায় ছুটি নিয়ে চলে যান।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় গত রাতে ভুক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।