ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌথ বাহিনীর অভিযানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
যৌথ বাহিনীর অভিযানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী: ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো যুবলীগ নেতা কামরুল হাসান প্রকাশ বোমা কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।  

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কামরুল কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক কামরুল হাসানের সশস্ত্র হামলার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪১ মিডিয়াম রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা করা হয়।  

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার কামরুল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।