ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সততার বিকল্প নেই: চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সততার বিকল্প নেই: চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সততার সঙ্গে কাজ করার বিকল্প নেই বলে মনে করেন নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

সোমবার (২১ অক্টোবর) কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ পিএসসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়ের শুরুতে সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সভার কার্যক্রম শুরু করা হয়।

কমিশনের চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যবৃন্দ তাদের আলোচনায় কর্ম কমিশন নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পিএসসির চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করে বলেন, বর্তমানে পিএসসি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সততার সঙ্গে কাজ করার বিকল্প নেই। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব স্বাগত বক্তব্য দেন।

সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব, পরিচালকসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।