ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
গোয়ালন্দে মাছের ঘেরে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে এক মাছ চাষির মাছের ঘেরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কেকেএস সেফ হোমের পাশে ইয়াকুব মণ্ডলের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে মরা মাছগুলো ভাসতে দেখা গেছে।

এ ঘটনায় বুধবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাছ চাষি ইয়াকুব মণ্ডল। তিনি দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া যদু ফকির পাড়ার খলিলুর রহমান মণ্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন, উত্তর দৌলতদিয়া যদু ফকির পাড়ার নিজাম বেপারী (৪৫), ওমর সরদার (৩০), ফারুক সরদার (২৬) ও শুভ সরদার (২২)।

ইয়াকুব মণ্ডল বলেন, আমি পাঁচ বছর আগে কেকেএস সেফ হোমের পাশে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডলের কাছ থেকে আনুমানিক পাঁচ বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নিই। ওই জমির কিছু অংশে আমি পাঁচ বছর ধরে মাছের ঘের তৈরি করে মাছ চাষ করে আসছি। এছাড়া কিছু অংশে ফসল উৎপাদন করি। চলতি বছর আমি ৩৩ শতাংশ জমিতে মাছ চাষ করি ও ১০ শতাংশ জমিতে মাসকলাই বপন করি।

তিনি বলেন, বুধবার দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে নিজাম, ওমর, ফারুক ও শুভ আমার মাছের ঘেরে ও মাসকলাইতে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করার কারণে আমার দুই লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে এবং মাসকলাই মরে ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন মাছ চাষি ইয়াকুব মণ্ডল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ নিধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৪,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।