ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি থেকে জোড়া খুনের জেল পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ধানমন্ডি থেকে জোড়া খুনের জেল পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি শাহিন মল্লিককে (৩৩) গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহানকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে শাহিন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আরও জানান, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর আসামি শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদি হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে আসামি করা হয়। পরে মামলার বিচার শেষে গত ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামি শাহিন মল্লিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ০৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে তিনি জেল থেকে পলিয়ে যান। কারা কর্তৃপক্ষ ওই ঘটনায় মামলা করেন। সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পলায়নকারি আসামিদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ গোয়েন্দা নজরদারির পর শাহিন মল্লিককের অবস্থান শনাক্তকরে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।