ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন পুলিশের দুই সহকারী উপপরিদর্শক। তাদের মধ্যে সদরুল আমিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার শিলাইদহ এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরুল আলম কুমারখালী থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার আতাইকুলা পীরপুর এলাকার আবদুল ওহাবের ছেলে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই থানার এএসআই মুকুল হোসেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পরে খুলনা থেকে আসা ডুবুরি দল গত সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ পুলিশ সদস্যদের সন্ধান না পেয়ে অভিযান শেষ করেন। পরে আজ মঙ্গলবার সকাল থেকে আবারও অভিযান শুরু করলে বিকেল ৩টার দিকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ হলেও নিখোঁজ রয়েছেন এএসআই মুকুল হোসেন।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন: ইলিশ রক্ষা অভিযানে গিয়ে পদ্মায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।