ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন নাজমা মোবারেক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন নাজমা মোবারেক নাজমা মোবারেক

ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে গত ১৫ আগস্ট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হলে এ বিভাগের সচিবের পদটি শূন্য হয়।

নাজমা মোবারেক ২০২৩ সালের ৫ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান। পরদিন সচিব পদে যোগ দেন তিনি। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে কর্মরত ছিলেন।

নাজমা মোবারেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে কর্মজীবন শুরু করেন এবং পরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।  

তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি সহকারী সচিব হিসেবে বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেন।

নাজমা মোবারেকের জন্ম বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাংশি গ্রামে। শিক্ষাজীবনে তিনি ধামুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ইডেন গার্লস কলেজ থেকে এইচএসসিতেও প্রথম বিভাগ পান। এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় প্রথম ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস অনার্স এবং একই বিষয়ে এমএসএস ডিগ্রি সম্পন্ন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তার বেশকিছু গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়।

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী বিসিএস ট্যাক্স ক্যাডারের একজন সদস্য এবং কর কমিশনার হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।