ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার ঘটনায় মামলা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ির লতিবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (৩১ অক্টোবর) নিহত সিজন চাকমার স্ত্রী টুপি চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।   

এদিকে, নিহত তিন ইউপিডিএফ কর্মীর দুপুরে পরিবারগুলোর পক্ষে ভাইবোনছড়া ইউপি সদস্য জয়রাম চাকমা আনুষ্ঠানিকভাবে নেন। পরে স্থানীয়ভাবে দাহ করা হয়।  

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফের ডাকে খাগড়াছড়ি জেলায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

বুধবার (৩০ অক্টোবর) জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন

ইউপিডিএফ এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।

** পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।