ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাওন হত্যা: দুই আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
শাওন হত্যা: দুই আসামি গ্রেপ্তার গ্রেপ্তার দুই আসামি। ইনসেটে নিহত শাওন।

সিলেট: সিলেট নগরের সাগরদিঘীর পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

শনিবার (০২ নভেম্বর) ভোরে ঢাকার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯ এর একটি বিশেষ টিম।

র‌্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শাওন হত্যায় গ্রেপ্তার দুই আসামিকে আজ এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।  

গত ১৮ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) গুরুতর আহত হন। রাত ১১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাওন আহমদ সিলেট নগরের সুবিদবাজার বনকলা পাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।

ঘটনার পরপরই সিলেট মহানগর পুলিশ জানায়, শাওন তার সহপাঠীদের ছুরিকাঘাতে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এই ঘটনা ঘটতে পারে, ধারণা ছিল পুলিশের।  

এই ঘটনায় ২০ অক্টোবর এসএমপির কোতয়ালী থানার মামলা দায়ের হয়। ওই মামলার অন্যতম আসামি সেলিম ওরফে ছালিম ও রাব্বি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের ১৬ দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।