ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সমবায় দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
খুলনায় সমবায় দিবস পালিত

খুলনা: জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি, সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২ নভেম্বর) খুলনায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।

এ উপলক্ষে দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান অতিথিরা।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সমবায়ী মো. হারুন অর রশিদ, ও সুরাইয়া খান বক্তব্যে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন স্বাগত বক্তব্যে জানান, জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা প্রাথমিক ২৩৬৭টি ও কেন্দ্রীয় ২৬টি। সমিতির সদস্য সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮৭৩ জন। এ বছর সরকারি রাজস্ব, অডিট ফি আদায় ২৭ লাখ ৪০ হাজার ২১০ টাকা ও সমবায় উন্নয়ন তহবিল আদায় ২০ লাখ ২৯ হাজার ৪৮০ টাকা। আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত সদস্যদের মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৬৫ লাখ সাত হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। জেলার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলায় দুটি দুগ্ধ সমবায় সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪৩৭ জন সদস্যকে এক লাখ ২০ হাজার করে সুদবিহীন ঋণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত সাত কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩৫ জন সদস্যকে ছয় কোটি ৯৮ লাখ টাকা সুদবিহীন ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় প্রাথমিকভাবে ২০০ জনকে দুই লাখ টাকা করে গাভি পালনের জন্য ঋণ দেওয়া হয়েছে। খুলনা জেলায় সমবায় সমিতিসমূহের মূলধনের পরিমাণ ১০৭ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা, সঞ্চয়ের পরিমাণ ২৮১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা ও কার্যকারী মূলধনের পরিমাণ ৪৮৯ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকা। জেলায় সমিতির মাধ্যমে ১১ হাজার ৯৩১ জন মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ৬ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে নয়টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিন সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।