ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে ১৭ সদস্যের কমিটি মেয়রের নেতৃত্বে কাজ করবে: উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
চট্টগ্রামে ১৭ সদস্যের কমিটি মেয়রের নেতৃত্বে কাজ করবে: উপদেষ্টা

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন। তিনি ২০২১ সালের মেয়র নির্বাচনে কারচুপির কারণে পরাজিত হয়েছেন বলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।

পরে তাকে মেয়র ঘোষণা করা হয়।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এরপর তিনি জানান, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্যের কমিটি মেয়রের নেতৃত্বে কাজ করবে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এই সরকার শুধুই কেয়ারটেকার সরকার না। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নিহত-আহতদের আমানত এ সরকার। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এ সরকার রুটিন কেয়ারটেকার সরকার নয়। ছাত্র আন্দোলনের পর বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে।

চসিকের নতুন মেয়র কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা ও শ্রমিক যে অর্জনের জন্য আত্মত্যাগ করেছে, সেই লক্ষ্য পূরণে মেয়র কাজ করবেন বলে আশা করি। পাহাড় ঘেরা জলমগ্ন মুক্ত চট্টগ্রাম দেখতে চাই।

এ এফ হাসান আরিফ বলেন, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। যারা মেয়রের নেতৃত্বে কাজ করবে। দেশের সিটি কর্পোরেশনগুলোয় শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। বর্তমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ আইন অনুযায়ী যেটা হবে ততদিন তিনি দায়িত্বে থাকবেন।

পরে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে কাজ করব। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করব। ইশতেহার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব। চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামের মূল সমস্যা জলাবদ্ধতাসহ নাগরিকের সমস্যা দূর করে সবার সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলবো। গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।