ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
হাজারীবাগে অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: হাজারীবাগের সনাতনগড় বৌবাজার এলাকায় ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারী ও তরুণ গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

তারা হলেন-মো. জুনাঈদ ইসলাম তুহিন (২০) ও মো. আপন গাজী (১৮)।

তাদের কাছ থেকে একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার (৪ নভেম্ববর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে হাজারীবাগ থানাধীন সনাতনগড় বৌবাজার ৩০ ফুটের লাট মিয়া হোটেলের সামনের রাস্তায় ছিনতাই হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে যায়। এসময় মো. মোহন (২৪) নামে এক ভ্যানচালকের কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনগণের সহায়তায় জুনাঈদ ও আপন নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যান।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুনাঈদ ও আপন হাজারীবাগ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও তরুণদের নিয়ে গঠিত গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ গ্যাং হাজারীবাগ এলাকায় মারামারি, চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় হাজারীবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।