ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে অভিযান: ডুবিয়ে দেওয়া হলো বালু-পাথরবাহী নৌকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
জাফলংয়ে অভিযান: ডুবিয়ে দেওয়া হলো বালু-পাথরবাহী নৌকা

সিলেট: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

অভিযানকালে দুটি ট্রাক আটক ও বেশকিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বারকি নৌকায় বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের বিতাড়িত করা হয়। এসময় বালু পরিবহনের কাজে নিয়োজিত দুটি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় দেওয়া হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির ২০ সদস্যের ওপর একটি টিম সহায়তা করে।

এসময় জাফলংয়ের ট্রাক সমিতির নেতাদের অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে সতর্ক করেছে অভিযানিক দল।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।