ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান থানজামা লুসাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান থানজামা লুসাই

বান্দরবান: দীর্ঘ তিন মাস বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জনকে সদস্য করা হয়েছে।



বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হলো।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান, সদস্য পদে রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাকের নাম প্রকাশ করা হয়।
 
এদিকে তিন মাস অচলাবস্থার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করায় জনমনে অনেকটাই স্বস্তি এসেছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করবেন এবং বান্দরবানবাসীর কল্যাণে কাজ করবেন- এটাই প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।