ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সচিব হলেন সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
সচিব হলেন সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের কর্মকর্তা মাসুদ মাহমুদ খোন্দকারকে সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ, রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১৭ অক্টোবর থেকে তার পদোন্নতির আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার কাতারে দুই বছরের বেশি সময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালে প্রবাসী আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্বের রেশ ধরে তাকে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে তখন পেশাদার কূটনীতিকদের মধ্যে অসন্তোষও ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
টিআর/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।