ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) দুপুরে দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।  

স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত লাগে ওই ব্যক্তির গলায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুই দল আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাঁধে। এসময় আহত হয় কমপক্ষে আটজন। এরই জেরে সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।