ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১১ বছর পর প্রবাসী শাকিল হত্যার রহস্য উদঘাটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
১১ বছর পর প্রবাসী শাকিল হত্যার রহস্য উদঘাটন

খাগড়াছড়ি: ১১ বছর পর মানিকছড়ির প্রবাসী শাকিল হত্যার রহস্য উদঘাটন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।  

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল।  

পুলিশ সুপার জানান, জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা ভিকটিম শাকিল মুসা তার স্ত্রীর ভাবি নাসিমার সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে। প্রথমে বাড়ির পেছনে মাটিচাপা দেয়। পরে দুদিন পর মরদেহ তুলে যৌগ্যাছলা ইউনিয়নের গহীন জঙ্গলে ফেলে দেয়।  

আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তার করে তাদের তথ্য মতে আলামত সংগ্রহ করেছে। অধিকতর তদন্তের জন্য মরদেহের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আরেফিন জুয়েল।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।