ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢালাই মিক্সার মেশিনে ধাক্কা খেয়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন জানান, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করা ছিল। দুই আরোহী মোটরসাইকেল আরোহী রতনকান্দি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার মেশিনটিতে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়। অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।