ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসররা ঢুকে স্বাধীনতাকে বিনষ্ট করতে চাইছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
‘উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসররা ঢুকে স্বাধীনতাকে বিনষ্ট করতে চাইছে’

সিরাজগঞ্জ: অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের দোসররা ঢুকে স্বাধীনতাকে বিনষ্ট করতে চাইছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।  

মঙ্গলবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।

 

এ সময় সমন্বয়কেরা বলেন, সংবিধান মেনে জুলাই বিপ্লব হয়নি। সব নিয়ম ভেঙে ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে জুলাই বিপ্লব হয়েছে। এই উপদেষ্টা পরিষদ গঠনের আগে একবার হলেও ছাত্রদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু নিজেদের মতো করে উপদেষ্টা পরিষদ গড়ে তুলেছেন। আওয়ামী লীগের দোসর যারা উপদেষ্টা পরিষদে ঢুকে স্বাধীনতাকে বিনষ্ট করতে চাইছেন। আমরা আপনাদের দাঁত ভাঙা জবাব দেব।  

তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মহানায়ক আবু সাইদ। উত্তরবঙ্গের সন্তান তিনি। অথচ উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা দেওয়া হয়নি। সব উপদেষ্টা চট্টগ্রাম বিভাগ থেকে করা হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমরা এ বৈষম্য মানি না। আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। উত্তরবঙ্গ থেকে একজন যোগ্য উপদেষ্টা নির্ধারণ নিয়োগ দিতে হবে।  

আমরা দাবি জানাচ্ছি, উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। শহীদ ভাইদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় ছিল তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না। যদি তারা থাকে আমরা আবারও জুলাই বিপ্লবকে ফিরিয়ে আনবো। ছাত্র-জনতা জুলাই বিপ্লবকে ফিরিয়ে আনতে দুই মিনিটও সময় নেবে না।  

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াছির আরাফাত ঈশান, টি এম মুশফিক সাদ ও সজিব সরকার এসময় বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।