ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি রোজী কবিরের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সাবেক এমপি রোজী কবিরের মৃত্যুতে তারেক রহমানের শোক ...

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মরহুমা বেগম রোজী কবির বাংলাদেশের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।

নিজ এলাকায় একজন জনপ্রিয় নেত্রী হিসেবে তাঁর পরিচিতি ছিল ব্যাপক। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুমা বেগম রোজী কবির বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। জনকল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি বেগম রোজী কবির এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম রোজী কবির এর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমা বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণের জন্য নিবেদিত একজন নেত্রী। রাজনীতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকা দলীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠা সহকারে দায়িত্ব পালনে তাঁর কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভিক ও প্রত্যয়দৃঢ়। তাঁর কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। জনঘনিষ্ঠ ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সমাজকল্যানমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শুণ্যতার সৃষ্টি হলো। আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রীকে হারালাম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের সাহসী সংগ্রামে মরহুমা বেগম রোজী কবির এর অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।  

বেগম রোজী কবির এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মরহুমা বেগম রোজী কবির বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেত্রী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম রোজী কবির ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।