ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নাজমা বেগম হত্যা মামলায় মো. রফিক মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।  

দণ্ডপ্রাপ্ত রফিক মিয়া হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মো. শফিকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিম নাজমা বেগমের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২০২১ সালের ৪ জুন সকালে নাজমা বেগম মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হন। এসময় আগে থেকে ওত পেতে থাকা রফিক মিয়া তার (নাজমা বেগম) মাথায় আঘাত করেন। এতে নাজমা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসকরা নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নিয়ে গেলে নাজমাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নাজমা বেগমের ছেলে মো. জনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার ওই বছরের ৬ জুলাই হরিরামপুর থানার এসআই মো. আরিফ উল্লাহ মামলার তদন্ত করে আদালতে মো. রফিক মিয়াকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির ৩০২ ধারায় রফিক মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

এ মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা বলেন।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।