নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাসের ভাড়া কমানোর দাবিতে ডাক দেওয়া রোববারের (১৭ নভেম্বর) আধাবেলা হরতাল প্রত্যাহার করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা।
শনিবার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।
এ সময় রফিউর রাব্বি বলেন, আমাদের দাবিগুলোর সুরাহা আজকে জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে। আমরা এটাকে সাদুবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এ একুশ দিনের আন্দোলন এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা রয়েছে। বিএনপি, জামায়াতসহ ইসলামিক দলগুলো আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে। আমি তাদেরও ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, আমরা মনে করি এ আন্দোলনে আমাদের যে প্রাপ্তি এটা জনগণের বিজয়। আপনারা জানেন বাস ভাড়া বাড়ার পর কমেছে এমন নজির কম। কিন্তু আমরা এটা করেছি। চাঁদাবাজরা বিতাড়িত হয়েছে তাই তাদের সময়কার ভাড়া থাকতে পারে না।
তিনি বলেন, নতুন করে কেউ কেউ গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। কেউ যদি ভাবে আবার তারা সে জায়গা দখল করবে এটা সম্ভব হবে না। আমরা দেখছি ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কারা পয়সা খাচ্ছে, ফুটপাত থেকে টাকা তুলছে আমরা সব জানি। আমি জেলা প্রশাসককে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের মানুষ আপনার পাশে আছে। আমরা মাঠ ছাড়ছি না।
এর আগে শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করে ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক।
এ সময় ভাড়া কমানোর দাবিতে ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন ডিসি।
এর আগে শুক্রবার ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা নির্ধারণের জন্য রোববার হরতালের ডাক দেয় যাত্রী অধিকার ফোরাম।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআরপি/জেএইচ