ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
হবিগঞ্জে নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

রোববার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মান্না জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্নাকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  

রোববার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাংলানিউজকে জানান, মান্নাকে পান্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।