ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১০ দিন পর খালে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
১০ দিন পর খালে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ  প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়ার দশদিন পর খাল থেকে মো. খোকন হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোকনের বাড়ি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামে। তিনি বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ানপুল এলাকার বেদে পল্লীর বাসিন্দা ছিলেন।  

জানা গেছে, খোকন বেদে তিন বিয়ে করেন। ছোট স্ত্রীর সঙ্গে তিনি আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খাল পাড়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার ছোট স্ত্রী বেগমগঞ্জ থানায় তিনি নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে এক জেলে ওয়াপদা খালে মাছ ধরতে যান। সেখানে টর্চ লাইটের আলোয় দেখতে পান ভাসমান একটি মরদেহ কচুরিপানার সঙ্গে আটকে আছে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না বোঝা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।