ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াশিংটন দূতাবাসে অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথ‌মিক তদন্ত সম্পন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ওয়াশিংটন দূতাবাসে অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথ‌মিক তদন্ত সম্পন্ন মো. তৌফিক হাসান

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের শাসনাম‌লে বাংলা‌দে‌শের যুক্তরাষ্ট্র মিশনে অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথ‌মিক তদন্ত ক‌রে‌ছে সরকার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান এক প্রশ্নের জবা‌বে এ তথ‌্য জানান।

যুক্তরাষ্ট্র মিশনে সদ্য পতিত সরকারের সময়ে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে, তার তদন্ত প্রতিবেদন অগ্রগ‌তি এবং ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে কি না- জান‌তে চাওয়া হয় মুখপা‌ত্রের কা‌ছে।

জবা‌বে তৌ‌ফিক হাসান ব‌লেন, এ বিষয়ে এরইমধ্যে এক‌টি প্রাথ‌মিক তদন্ত হ‌য়ে‌ছে। এর প‌রি‌প্রেক্ষি‌তে আরও অধিকতর তদ‌ন্তের সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। এ তদন্ত দ্রুত সম্পা‌দিত হ‌বে। দ্বিতীয় দফায় তদন্ত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নে‌বে।

মুখপাত্র আরও জানান, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।  

পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে বলেও জানান তিনি। সংলাপে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধিদলের এবং বেলজিয়াম সরকারের পক্ষে দেশ‌টির রাষ্ট্রদূত  (পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়াবলি মহাপরিচালক) জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।