ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেট পড়ে বাইকে করে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন নেহাল, ট্রাকে ধাক্কা খেয়ে সব শেষ    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
প্রাইভেট পড়ে বাইকে করে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলেন নেহাল, ট্রাকে ধাক্কা খেয়ে সব শেষ
   

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে  ট্রাকে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র নেহাল খান (২০)। এতে গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধুও।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
  
নিহত নেহাল খান সৈয়দপুর শহরের নয়া বাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে।  

তিনি শহরের সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী ছিলেন। তার বন্ধুদের নাম জানা যায়নি।   

প্রত্যক্ষদর্শীরা জানান, নেহাল খান ও তার দুই বন্ধু রাতে প্রাইভেট পড়ার পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা তিনজনই গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক নেহালকে মৃত ঘোষণা করেন।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।