ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হয়রানির অভিযোগ এনে বেনাপোলে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
হয়রানির অভিযোগ এনে বেনাপোলে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা

বেনাপোল (যশোর): যাত্রী হয়রানির অভিযোগ এনে বেনাপোল রুটে পরিবহনসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন পাসপোর্টধারীরা।

 

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।

ধর্মঘটের সমর্থনকারী পরিবহন ব্যবসায়ীরা জানান, ভারতগামী পাসপোর্টধারীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন ব্যবসায়ীরা। কিন্তু গত ২১ নভেম্বর থেকে পৌরসভা কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট থেকে চার কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার বন্ধ করে দেয়। এ সময় যাত্রী সুবিধায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীবহনকারী রাতের বাসগুলো বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর কথা হয়। কিন্তু হঠাৎ করে শুক্রবার (২২ নভেম্বর) রাতে বাস চেকপোস্টে ঢুকতে না দিয়ে পৌর কর্তৃপক্ষ পাসপোর্টধারীদের শহর থেকে দূরে পৌর বাস টার্মিনালে নামাতে শুরু করে। এতে পাসপোর্টধারীদের ভোগান্তি ও ব্যবসার ক্ষতির প্রতিবাদ জানিয়ে শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বেনাপোল রুটে সারা দেশের সঙ্গে পরিবহন চলাচল বন্ধ রাখে বাস চালকেরা।

বেনাপোল পরিবহন সমিতির সভাপতি ও শ্যামলী এনআর বাস কাউন্টারের ম্যানেজার বাবলুর বহমান বাবু জানান, যাত্রী ভোগান্তি ও ব্যবসাবান্ধন পরিবেশ না থাকার কারণে ঢাকার মালিকদের নির্দেশে দিনভর বেনাপোল রুটে কোনো যাত্রীবাহী বাস ছাড়েনি। তারা পরবর্তীতে নির্দেশ দিলে পরিবহনসেবা আবারও শুরু করা হবে।

বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজির হাসান জানান, প্রথম দিনে হয়তো অনেকে বুঝতে না পারায় কিছুটা ভুল হতে পারে। তবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে রাত ১২টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত দূরপাল্লার বাসগুলোকে বেনাপোল বন্দর চেকপোস্ট আন্তর্জাতিক বাসটার্মিনালে যাত্রী নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি এ সুবিধায় ধর্মঘটকারীরা তাদের ধর্মঘট তুলে নেবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।