ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলা: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
ধর্ষণ মামলা: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরের ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম একই জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১১ জুন ভান্ডারিয়া উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ছুটির পর বাড়ি ফিরছিল। সে সময় শামীম মৃধা মেয়েটির পথরোধ করে মুখ চেপে ধরে কলা বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে বিষয়টি জানালে পরদিন ১২ জুন  ভান্ডারিয়া থানায় শামীমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মা। ১৬ জুন ঢাকার উত্তরা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলায় সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হলে মঙ্গলবার আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রহিমা আকতার হাসি এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল ও খায়রুল বাশার শামীম।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।