ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রশাসনের সর্বস্তরে সংস্কার না হলে ফের বিপ্লব হতে পারে: মুয়ীদ চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
প্রশাসনের সর্বস্তরে সংস্কার না হলে ফের বিপ্লব হতে পারে: মুয়ীদ চৌধুরী

রাজশাহী: প্রশাসনের সর্বস্তরে সংস্কার না হলে আবারও বিপ্লব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

তিনি বলেছেন, এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি, তবে আবারও যদি বিপ্লব হয় সেটা আরও ভয়াবহ হতে পারে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিংয়ে এসব কথা বলেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগের আট জেলার প্রশাসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা- আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। তাই কোনোভাবেই মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।

বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের আন্তঃক্যাডার বৈষম্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে, কিছু মতামত হয়তো দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। কেউ প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করে আমি সচিব হবো, সেটা তো ভুল ধারণা।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।